বার্লিন উৎসবের অনেক দিনের পরিচিত মুখ এবং আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত ফরাসি নির্মাতা ফ্রাঁসোয়া ওজোন তাঁর নতুন ছবি বাই দ্য গ্রেস অব গড দিয়ে ‘বিগ প্রাইস অব দ্য জুরি’ জিতে নিয়েছেন।উৎসবে কিছু ছবি থাকে, যাদের ওপর অনেক সাধারণ দর্শক রেগে থাকেন। কারণ, এই ছবিগুলো গৎবাঁধা গল্প বলার ধার না ধেরে বিশেষ আঙ্গিকে চলচ্চিত্রের ভাষা আর বিষয়ের সঙ্গে নতুন করে বোঝাপড়ার চেষ্টা করে। জার্মান নারী নির্মাতা আঙ্গেলা শানেলেকের আই ওয়াজ অ্যাট হোম, বাট…ঠিক এ রকম একটা ছবি। এই ছবি দিয়েই শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘সিলভার বিয়ার’ জিতে নিয়েছেন আঙ্গেলা।
Monday, February 18, 2019
ইউরোপ, আফ্রিকা, এশিয়া খালি হাতে ফিরল না কেউ
বার্লিন উৎসবের অনেক দিনের পরিচিত মুখ এবং আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত ফরাসি নির্মাতা ফ্রাঁসোয়া ওজোন তাঁর নতুন ছবি বাই দ্য গ্রেস অব গড দিয়ে ‘বিগ প্রাইস অব দ্য জুরি’ জিতে নিয়েছেন।উৎসবে কিছু ছবি থাকে, যাদের ওপর অনেক সাধারণ দর্শক রেগে থাকেন। কারণ, এই ছবিগুলো গৎবাঁধা গল্প বলার ধার না ধেরে বিশেষ আঙ্গিকে চলচ্চিত্রের ভাষা আর বিষয়ের সঙ্গে নতুন করে বোঝাপড়ার চেষ্টা করে। জার্মান নারী নির্মাতা আঙ্গেলা শানেলেকের আই ওয়াজ অ্যাট হোম, বাট…ঠিক এ রকম একটা ছবি। এই ছবি দিয়েই শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘সিলভার বিয়ার’ জিতে নিয়েছেন আঙ্গেলা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment